ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
একদিন পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: একদিন দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় উভয় বাজারে লেনদেন হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন। এর ফলে সোমবার দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ আগস্ট) সূচকের উত্থান হলো।

এদিন দেশের প্রধান পুঁজিবাজারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতের শেয়ারের দাম ছাড়া বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতসহ সব খাতের শেয়ারের দাম বেড়েছে। ফলে পুঁজিবাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ১৭ কোটি ২২ লাখ ২৫ হাজার ৩৭২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৪৮ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০১ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
 
অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।