ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর পুঁজিবাজারে ফের দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
একদিন পর পুঁজিবাজারে ফের দরপতন

ঢাকা: ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের একদিন পর আবারও সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪২ পয়েন্ট।

এর ফলে মঙ্গলবার উত্থানের পর বুধবার দরপতন হলো। তবে তার আগের দিন বড় দরপতন হয়েছিলো। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

আগের দু’দিনের মতো বুধবারও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমেছে। আর এ কারণে বাজারে দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার এ বাজারে ১৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৯৬২টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৫২ লাখ ৬২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৭ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৪২ পয়েন্ট কমে ১০ হাজার ২২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।  

এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ৬১ লাখ ৯৪ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।