ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

ঢাকা: ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সূচকের মিশ্র প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচক ওঠা-নামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দশমিক ৭৩ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক দশমিক ৭৩ শতাংশ বাড়লেও কমেছে বাকি দুই সূচক। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। সঙ্গে সিএসইতেও কমেছে, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দু’দিনের মতোই ওষুধ, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে। তবে ব্যাংক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এদিন বাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে তিনটির আর অপরিরর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ারের। এর ফলে বড় দরপতন থেকে রক্ষা পেলো দেশের পুঁজিবাজার।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার এ বাজারে ১২ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৬৫৩টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার টাকা।

এ আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকার।  

তারও আগের দিন লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫২ লাখ ৬২ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২৪৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের।
 
অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক ২ পয়েন্ট কমে ১০ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকায়। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৮ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকার।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।