ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ নভেম্বর) সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস উত্থানের পর পুঁজিবাজারে দরপতন হলো।

তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছিলো। বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করছেন  বাজার সংশ্লিষ্টরা।

সোমবার দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতায় দুই বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৮৫ পয়েন্ট।

ডিএসই’র তথ্যমতে, এ বাজারে ১৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৫১৩টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৭০ লাখ ২ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯১ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৫ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ১১২ পয়েন্ট কমে ১৬ হাজার৭৪পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৩টির এবং ২৯টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।