ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর বাড়লো সূচক ও লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
একদিন পর বাড়লো সূচক ও লেনদেন

ঢাকা: টেলিযোগাযোগ, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক সামান্য বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এর ফলে রোববার (২৫ নভেম্বর) সূচক কমার একদিন পর পুঁজিবাজারে ফের সূচক বাড়লো। তার আগেও টানা চার কার্যদিবস সূচকের উত্থানের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে উভয় বাজার লেনদেন হয়। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে ৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ে ৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১০টির। অপরদিকে বস্ত্র খাতের দাম বেড়েছে ২৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১০টির। এছাড়াও বেড়েছে টেলিযোগাযোগ খাতের দু’টি কোম্পানিরই শেয়ারের দাম।

ডিএসই’র তথ্যমতে, সোমবার এ বাজারে ১৩ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৩৪৫টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৯ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫২ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার টাকার।  
 
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ২২৪ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ ইনডেক্স ২  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৭ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম।
 
অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে ১৬ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১১টির এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৭৭ লাখ ৯১ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকা।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।