ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ ডিসেম্বর এই শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১২ ডিসেম্বর।

দুই শেয়ারহোল্ডার পরিচালক পদে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, ১৫ ডিসেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ১৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নির্বাচনে যে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- শাকিল রিজভী স্টকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী, জাহান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ও দেশা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।

ডিএসইর বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মো. হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান অবসরে যাওয়ায় এই পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মতিঝিলে স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে ডিএসইর ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

নির্বাচনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আব্দুস সামাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসএমএকে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।