ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০ শতাংশ করার প্রত্যাশা সিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২০
তালিকাভুক্ত কোম্পানির কর হার ২০ শতাংশ করার প্রত্যাশা সিএসইর

ঢাকা: আসন্ন বাজেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রত্যাশা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। 

মঙ্গলবার (০৯ জুন) সিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো হলে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ার বাজারে আসতে অনুপ্রাণিত হবে বলে মনে করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

সিএসইর চেয়ারম্যান তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করা, ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার করা এবং এসএমই কোম্পানির প্রথম ৩ বছরের জন্য করহার শূন্য করে দেওয়া ও পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর আরোপেরও প্রত্যাশা জানান। এছাড়া বাজেটে চাকরির নিরাপত্তার জন্য ম্যানুফ্যাকচারিং খাতে কিছু ইনসেনটিভ এবং ট্যাক্স কনসেশনের ব্যবস্থা করা যেতে পারে বলেও মনে করেন আসিফ ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসএমএকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।