ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্রীড়াবিদদের পাশাপাশি সম্মাননা পাচ্ছেন ক্রীড়া লেখকরাও

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ক্রীড়াবিদদের পাশাপাশি সম্মাননা পাচ্ছেন ক্রীড়া লেখকরাও

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ৬০ বছর পূর্তি হতে যাচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন এই সংগঠন স্বাধীনতা পরবর্তী ১০ সেরা ক্রীড়াবিদ ও সাংবাদিককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শুক্রবার বিকালে পাঁচতারকা এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ।  

আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে দশ ক্রীড়াবিদের সঙ্গে দশ সাংবাদিক ও লেখকের নামও প্রকাশ হয়েছে।  

দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে জড়িত এমন দশ ব্যক্তিত্বকে আগামী পরশু দিন সম্মাননা দেবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। স্বাধীনতা পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সেরা ক্রীড়া ব্যক্তিত্ব কারা এমন কোনো অনুষ্ঠান হয়নি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এমন উদ্যোগ নিয়েছে।

বাছাই প্রক্রিয়া সম্পর্কে সংগঠনের সভাপতি সনৎ বাবলা বলেন, ‘ক্রীড়াঙ্গনের বিশিষ্ট নয় জন ব্যক্তিত্ব এই বাছাই প্রক্রিয়া করেছেন। ১১০ জনের একটি তালিকা তাদের দেয়া হয়েছিল। সেই তালিকা বিচারকরা নাম্বারিং করে। সেই নাম্বারের ভিত্তিতে দশ জন সেরা হয়েছেন। ’

আগামী ৩০ ‍ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রীড়াবিদ ও সাংবাদিকরা সম্মাননা গ্রহণ করবেন। এর পাশাপাশি একটি বিশেষ সম্মাননা পাবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি ১৯৭১ সালে ব্যাটে জয় বাংলা স্টিকার নিয়ে খেলতে নেমেছিলেন।  

ক্রীড়া লেখক সমিতির ৬০ বছর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। ক্রীড়া ব্যক্তিত্বরা সম্মাননাপত্র, ট্রফি ছাড়াও এক লাখ নগদ অর্থ পাবেন। আজকের সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সামন হোসেন ও সহ-সভাপতি কাজী শহীদ।

দশ ক্রীড়া ব্যক্তিত্ব - কাজী সালাউদ্দিন, মোশাররফ হোসেন খান, শাহ আলম, মোশাররফ হোসেন (বক্সিং), মোনেম মুন্না, নিয়াজ মোর্শেদ,আসিফ হোসেন খান, মাশরাফি বিন মর্তুজা, সিদ্দিকুর রহমান, সাকিব আল হাসান।  

দশ ক্রীড়া সাংবাদিক ও লেখক- আব্দুল হামিদ ( মরণোত্তর), তৌফিক আজিজ খান (মরণোত্তর), বদি-উজ-জামান (মরণোত্তর), কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, আতাউল হক মল্লিক (মরণোত্তর), দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।

বাংলাদেশ সময় : ১৮৩৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।