ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

খেলা

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে ভলিবল ও দাবার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে ভলিবল ও দাবার উদ্বোধন

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেব আসমান’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র চুড়ান্ত পর্ব বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ (২৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।  

আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই গেমসের চুড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগেই আজ ভলিবল ও দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার দুপুরে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ সভাপতি তাবিউর রহমান পালোয়ান। এ সময় ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এদিকে, আজ বিকালে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দাবা ফেডারেশনের হল রুমে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এসময় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।