ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

এশিয়ান হকির সহ-সভাপতি নির্বাচিত হলেন সাঈদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এশিয়ান হকির সহ-সভাপতি নির্বাচিত হলেন সাঈদ

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে বাংলাদেশের হকির দুই সংগঠক দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।  

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে।

আর উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার (বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি) এশিয়ান হকি ফেডারেশনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে হকি ফেডারেশনের নির্বাচনে সাঈদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এর কয়েক মাস পরেই ক্যাসিনো কান্ডে নাম আসে যুবলীগ নেতা ও আরামবাগের কাউন্সিলর সাঈদের। এরপর থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন তিনি। তার অনুপস্থিতিতে হকি ফেডারেশনের নির্বাহী কমিটি যুগ্ম সম্পাদক-১ মো. ইউসুফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেয়। সাঈদের অবর্তমানে তিনি গত আড়াই বছরের বেশি সময় ফেডারেশন পরিচালনা করেছেন।  

প্রায় তিন বছর পর গত ৩০ জানুয়ারি দেশে ফেরেন সাঈদ। তবে দেশে ফিরলেও প্রকাশ্যে আসছিলেন না। গত ১৪ ফেব্রুয়ারি তাকে প্রকাশ্যে কোনো সভায় আসতে দেখা যায়। সেই সভায় তাকে সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে দেওয়া হয়। সাঈদ পুনরায় ফিরে আসায় দেশের হকি নতুন মোড় নিয়েছে। তার প্যানেলে থাকা কর্মকর্তারা ফের চাঙ্গা হয়েছেন। এবার তিনি দেশের হকি পেরিয়ে পা রাখলেন এশিয়ান হকির অঙ্গনে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।