ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

শাহাবুদ্দিন টিপুর মৃত্যুতে শেখ রাসেল ক্রীড়া চক্রে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
শাহাবুদ্দিন টিপুর মৃত্যুতে শেখ রাসেল ক্রীড়া চক্রে দোয়া মাহফিল

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে ক্লাবের প্রয়াত পরিচালক শাহাবুদ্দিন টিপুর স্মরণে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

গত ১ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সংগঠক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের আজীবন সদস্য শাহাবুদ্দিন টিপু।

আজ (৪ এপ্রিল) তার স্মরণে ক্লাব প্রাঙ্গণে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  
 
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর অব ফিন্যান্স মো. ফখরুদ্দিন, ডিরেক্টর অ্যাড. মো. জামাল হোসেন মিয়া, কোচ জুলফিকার মাহমুদ মিন্টু এবং ক্লাবের খোলোয়াড়, কোচিং স্টাফসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।