ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন হওয়ার পথে ইয়াংস্টার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
চ্যাম্পিয়ন হওয়ার পথে ইয়াংস্টার

সমীকরণ ছিল পরিষ্কার। ঢাকা ইয়াংস্টার ক্লাবকে হারালেই দ্বিতীয় বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন হতো রক্তিম সংঘ।

এমন সমীকরণের ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে রক্তিম। আর দারুণ এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেছে ইয়াংস্টার।  

আজ (১৫ মে) সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইয়াংস্টারের জয় এসেছে ৩-০ গোলের ব্যবধানে। দারুণ এই জয়ে চ্যাম্পিয়নশিপ জয়ের পথে এগিয়ে গেল ইয়াংস্টার। আর হেরে যাওয়ায় চ্যাম্পিয়নশিপের ভাগ্য সুতোয় ঝুলে রইল রক্তিমের।

সিঙ্গেল লিগ পদ্ধতিতে এবার ৭ দল নিয়ে আয়োজিত দ্বিতীয় বিভাগ হকিতে রক্তিম এবং ইয়াংস্টার দু'দলেরই সমান ১৫ করে পয়েন্ট। কিন্তু রক্তিমের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ইয়াংস্টার। আজ লিগের শেষ ম্যাচ খেলা রক্তিমের ৬ খেলায় ৫ জয় ও ১ হারে সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে ইয়াংস্টারের ৫ খেলায় ৫ জয়ে ১৫ পয়েন্ট। লিগে এখনো এক ম্যাচ বাকি ইয়াংস্টারের। আগামী ১৭ মে দলটির শেষ ম্যাচে প্রতিপক্ষ বর্ণক সমাজ। ওই ম্যাচে অন্তত ১ পয়েন্ট অর্থাৎ ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইয়াংস্টার।

চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মাঠে ঠিকই চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে মেতেছেন ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। ইয়াংস্টারের ক্লাবের সভাপতি মোস্তাক হোসেন মনা বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হবো, এতটুকু বিশ্বাস টিমের ওপর আছে। কারণ আমাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ বর্ণক। আমরা দলই গড়েছি চ্যাম্পিয়নশিপের জন্য। ৩৫ বছর পর প্রথম বিভাগে পা রাখতে যাচ্ছে ইয়াংস্টার। ১৭ তারিখে আমরা সকলে মিলে জয়ের আনন্দে মাতব। ’ 

ইয়াংস্টারের কোচ বাপ্পি কুমার ঘোষ বলেন, ‘আমার দলটা ভালো। ভালোমানের খেলোয়াড়দের নিয়ে দলটি গড়া হয়েছে। আমার টিম ৫ খেলার ৫টিতে জিতেছে। আজকের ম্যাচটি ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। তাতেও ছেলেরা উতরে গেছে। শিরোপা থেকে আর মাত্র ১ পয়েন্ট দূরে দাঁড়িয়ে আমরা। ’

পুরান ঢাকার ছেলে সাবিতের দারুণ পারফরম্যান্সে আজ রক্তিমকে রুখে দিয়েছে ইয়াংস্টার। ম্যাচে জোড়া গোল করেছেন ওস্তাদ ফজলুর হাত ধরে হকিতে আসা এই তরুণ ফরোয়ার্ড। ইয়াংস্টারকে জিতিয়ে সাবিত বলেন, ‘আমি অনেক খুশি। আমার জোড়া গোলে আজ দল জিতিছে। ফিরেছে চ্যাম্পিয়নশিপের রেসে। ওস্তাদ ফজলু, আমার বাবা, মা সহ পরিবারের অন্যান্য সদস্য, কোচ, খেলোয়াড়, অফিসিয়ালদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সার্পোট দিয়েছেন বলে আমি ভালো খেলতে পারছি। ’  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।