ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপায় চোখ পূর্ণতার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
শিরোপায় চোখ পূর্ণতার অনূর্ধ্ব-১৭ হ্যান্ডবল দলের সহ-অধিনায়ক পূর্ণতা রহমান ইয়ানা

বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে হ্যান্ডবল স্টেডিয়াম সবসময়ই সরব থাকে। আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উপলক্ষ্যে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে যেন উৎসব চলছে।

 

১৩ মে থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি। টুর্নামেন্টে দুটি বয়সভিত্তিক দল খেলছে। বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ও ১৯ উভয় দলই ফাইনালে উঠেছে। দুই ফাইনালেই তাদের প্রতিপক্ষ ভারত। এর মধ্যে অ-১৭ দলের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। আগামীকাল ফাইনাল ম্যাচে মাঠে নামবেন তারা। ফাইনালের আগে শিরোপ জয়ের প্রত্যাশাই জানালেন দলের অধিনায়ক মোসা. মারফি এবং সহ-অধিনায়ক পূর্ণতা রহমান ইয়ানা।

কোচ ডালিয়া আক্তারের অধীনে দারুণ ছন্দে আছে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে দাপুটে জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে অ-১৭ হ্যান্ডবল দল। দলের বেশিরভাগ খেলোয়াড়েরই নেই আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা। তরুণ এই দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ডালিয়া।

গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হারলেও ফাইনালে ঘুড়ে দাড়ানোর প্রত্যয় ব্যাক্ত করেছেন দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক। দলের অধিনায়ক মারফি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আমরা সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। আগামী ম্যাচে আমারা জয়ের বিষয়ে আশাবাদী। ’

প্রত্যয়ী সুর পূর্ণতার কণ্ঠেও। তিনি বলেন, ‘ফাইনালে আমরা শিরোপা জয়ের বিষয়ে আশাবাদী। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে ভালো কিছু করা সম্ভব। ভারত কঠিন প্রতিপক্ষ। তবে আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। ’

স্কুল থেকেই হ্যান্ডবল খেলার শুরু মারফি-পূর্ণতার। বড়দের হ্যান্ডবল খেলা দেখেই এই খেলার প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছেন তারা। মারফি বলেন, ‘স্কুলে হ্যান্ডবল খেলা শুরু করেছিলাম। তখন থেকেই খেলাটাকে ভালোবেসে ফেলি। ’ 

স্কুলের সিনিয়রদের হ্যান্ডবল খেলা অনুশীলন করতে দেখে এই খেলার প্রতি ভীষণ টান অনুভব করেন পূর্ণতাও। তিনি বলেন, ‘স্কুলের সিনিয়র আপুদের হ্যান্ডবল খেলতে দেখে এই খেলাটা ভালো লাগে। এরপর স্কুল হ্যান্ডবল দলে খেলা শুরু করি। সেখান থেকেই হ্যান্ডবলে আমরা পথচলা শুরু। ’

আগামীতে আরও বেশি আর্ন্তজাতিক ম্যাচ খেলতে পারলে খেলায় উন্নতি হবে বলে মনে করেন মারফি। দলের মধ্যে একমাত্র তারই এর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘আর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে আমাদের খেলায় আরও বেশি উন্নতি করা সম্ভব। আমরা চাই আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হোক। তাহলে আমাদের খেলায় আরও উন্নতি হবে। ’

প্রথম আন্তর্জাতিক টুর্নানেমেন্ট অভিজ্ঞতা নিয়ে পূর্ণতা বলেন, ‘এটা আমার প্র্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল। এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। নতুন অভিজ্ঞতাগুলো আগামীতে কাজে লাগবে। যত বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারবো তত অভিজ্ঞতা অর্জন হবে। এগুলো আগামীতে আমাদের আরও বেশি পরিণত হতে সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।