ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

অসচ্ছল ক্রীড়াসেবীদের ৪ কোটি টাকা প্রদান 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
অসচ্ছল ক্রীড়াসেবীদের ৪ কোটি টাকা প্রদান 

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরে ১৬১৮ জন অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীর মধ্যে ৩ কোটি ৮৮ লক্ষ ৩২ হাজার টাকার মাসিক/এককালীন ক্রীড়া ভাতা এবং চিকিৎসা সহায়তা হিসেবে ২৩ জনকে ৩৬ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।  

আজ রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ক্রীড়া ভাতা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বিগত চার বছরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ১২ কোটি টাকার অধিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শাহাদাৎ বরণের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ৬ আগস্ট ৭ লাখ টাকা এই ফাউন্ডেশনকে অনুদান দিয়েছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনার সময়েও তিনি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার সিডমানি এবং এর পূর্বে আরো ১০ কোটি টাকাসহ সর্বমোট ৬০ কোটি টাকা সিডমানি দিয়েছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। এ ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করতে যাচ্ছি। '

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হামীম হাসান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল গাফফারসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।