ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৩’।
আজ মঙ্গলবার (২০ জুন) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে টেবিল টেনিস ইভেন্টের একক ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়।
এদিকে টেবিল টেনিস দ্বৈতের ফাইনালে শামীম হাসান ও সাফিউর রহমান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমেল খান ও মাহমুদুন্নবী চঞ্চল জুটি। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন সামসুল আরেফিন ও সাজ্জাদ হোসেন মুকুল জুটি। আগামীকাল কল ব্রিজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এবার ৮টি ডিসিপ্লিনের মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, শুটিং, আর্চারি, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত) ব্রিজ (কল ব্রিজ ও টোয়েন্টি নাইন) ও সাঁতার। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।
প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি থাকছে সেরা দুই রানার-আপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য থাকছে মেডেল ও অর্থ পুরস্কার।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/এমএইচএম