ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

৫ বছর পর জাতীয় আর্চারিতে চ্যাম্পিয়ন রোমান সানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
৫ বছর পর জাতীয় আর্চারিতে চ্যাম্পিয়ন রোমান সানা

টঙ্গিতে আয়োজিত হয়েছে ১৪তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানার পারফরম্যান্স।

২০১৭ সালের পর জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের রোমান সানা।  

তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফেডারেশন। সেই নিষেধজ্ঞা থেকে জাতীয় অঙ্গনে ফিরলেও এখনো আন্তর্জাতিক অঙ্গনে ফেরা হয়নি তারা।

ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়েছেন তিনি। আর তাতেই ২০১৭ সালের পর আবারো হারানো মুকুটটি ফিরে পেলেন বাংলাদেশ আনসারের এই আর্চার। এর আগে সেমিফাইনালে পুলিশ আর্চারি ক্লাবের হাকিম আহমেদ রুবেলকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে যান তিনি।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের খেলা ছিল আজ সবার শেষে। এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ পদক মিস করেছেন রোমান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।