ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

জিসিএলের ফাইনালে ত্রিবেনী কন্টিনেন্টাল-মুম্বা মাস্টার্স

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
জিসিএলের ফাইনালে ত্রিবেনী কন্টিনেন্টাল-মুম্বা মাস্টার্স

পুরো টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখিয়েছিল গ্যাংস গ্রান্ডমাস্টার ও এসজি আলপাইন ওয়ারিয়র্স। শেষ মুহূর্তে দুই দলের কেউই উঠতে পারেনি ফাইনালে।

শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস ও আপগ্রাড মুম্বা মাস্টার্স।

ত্রিবেনীর শুরুটা মোটেও ভালো ছিল না। শুরুতে হোঁচট খেয়ে পিছিয়ে ছিল তারা। তবে শেষ চার ম্যাচে টানা জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে আপগ্রাড টুর্নামেন্টের প্রথম থেকেই শীর্ষ দুইয়ের লড়াইয়ে ছিল। মাঝে খেই হারালেও শেষমেশ ফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ দুই রাউন্ডে গ্যাঙ্গেস মাস্টার্স ও এসজি আলপাইনকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০২ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।