ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

আজ (২ জুলাই) রবিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)।

মূলত এই দিনটিকে স্মরণ করে, ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোত ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।  

প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) কার্যালয়ে কেক কেটে পালন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, কার্য নির্বাহী সদস্য তালহা বিন নজরুল, সাবেক সহ-সভাপতি সেলিম নজরুল হক, সিনিয়র সদস্য স্বপন বসু, মাহবুবুর রহমানসহ আরও অনেক সদস্য।  

১৯৯৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (তৎকালীন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) বিশ্ব সংস্থা এআইপিএস-এর সদস্যপদ লাভ করে। আইপিএস-এর অনুকরণে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে নানান কর্মসূচীর মাধ্যমে এই দিনটি পালন করে বিএসপিএ।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ২ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।