ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

তায়কোয়ান্দোতে বাংলাদেশের ১৮ পদক 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
তায়কোয়ান্দোতে বাংলাদেশের ১৮ পদক 

থাইল্যান্ডে ১৮টি পদক জিতেছেন বাংলাদেশ তায়কোয়ান্দোকারা। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণ, চারটি রুপা ও ৯টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

 

পাঁচ স্বর্ণের মধ্যে দলগত ইভেন্টে ইশরাক রাইয়ান, সামির ইয়াসার ও মুহতাশিম ইসলাম স্বর্ণ জেতেন। একক ইভেন্টে ইশরাক রাইয়ান, আরিতা খন্দকার, আল আমিন মিয়া ও নাফিসা রুম্মান বাকি চার স্বর্ণ জেতেন। রুপা জিতেছেন দলগত ইভেন্টে  ইপ্সিতা কুণ্ডু, আরিতা খন্দকার, তাসনিয়া ইফফাত স্নেহা এবং লুবাবা বিনতে আমজাদ ও মিনহাজুল আবেদীন। একক ইভেন্টে রুপা জেতেন রুমকি সিদ্দিকা ও লুবাবা বিনতে আমজাদ।

এছাড়া ৯টি ব্রোঞ্জের মধ্যে সমীর ইয়াসার মাওলা দুটি এবং মুহতাশিম ইসলাম, আসিফা আনায়া খান, আরমান আলীম, লিজা আক্তার, তাজমিন নাওয়াল খান, আবয়াজ খন্দকার ও আসালিনা আমব্রিন মৃত্তিকা একটি করে জেতেন।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।