ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত

ঢাকা: বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বেলা ১০.৫৫ মিনিটে ফিল্ড আম্পায়ার এনামুল হক মনি ও এসকে তারাপারে, টিভি আম্পায়ার নাদির শাহ্ তৃতীয় দফায় মাঠ পরিদর্শন করে এই সিদ্ধান্ত দেন।

  এর আগে সকাল ৯টা এবং বেলা ১০টায় দুবার মাঠ পর্যবেক্ষণ করেন তিন আম্পায়ার।

অতএব দ্বিতীয় ম্যাচ না হওয়ায় সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে বাকি রইলো তিন ম্যাচ। যার একটিতে জয় পেলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ।  
 
এদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের সব খেলোয়াড় মাঠে না এলেও টিম অফিসিয়ালরা সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিলেন।

টানা বৃষ্টিতে মাঠে পানি জমে আছে। তিনদিন ধরে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে পিচ। নিন্মচাপ থাকায় সহসাই বৃষ্টি থামার লক্ষণ নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘন্টা, অক্টোবর ০৮, ২০১০    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।