ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

আন্তঃজেলা ভলিবল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আন্তঃজেলা ভলিবল শুরু

১৪ টি জেলা দলের অংশগ্রহণে শুরু হয়েছে আ্ন্ত:জেলা ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা। আজ(২২ জুলাই) শনিবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি শুরু হয়।

উদ্বোধনী দিনের খেলায় ঢাকা ৩-১ সেটে বগুড়াকে, নড়াইল ৩-০ সেটে টাঙ্গাইলকে, দিনাজপুর সমান ব্যবধানে পটুয়াখালীকে এবং রাজশাহী ৩-২ সেটে কিশোরগঞ্জকে হারায়।

আসরের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এ সময় সহসভাপতি এমএ রাজ্জাক খান, সাধারন সম্পাদক আশিকুর রহমান ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।