ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

অ্যাথলেটিক্সের নির্বাচনে একক প্যানেল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
অ্যাথলেটিক্সের নির্বাচনে একক প্যানেল

অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনে আজ (২৩ জুলাই) মননোয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। ২৮ পদের জন্য ২৮ টি মনোনয়নপত্র জমা পড়েছে।

স্বতন্ত্রভাবে চারজন মননোয়ন নিলেও তারা সেটি জমা দেননি। ফলে ভোটাভুটি ছাড়াই নির্বাচিত হওয়ার পথে অ্যাড. আবদুর রকিব মন্টুরা।

এবারও অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে চলেছেন অ্যাড. আবদুর রকিব মন্টু। কোষাধ্যক্ষ জামাল হোসেনও স্বপদে বহাল থাকছেন।  

সহ-সভাপতি পদে অবশ্য বড় রদবদল এসেছে। গত কমিটির পাঁচ সহ-সভাপতির মধ্যে মাত্র দুই জন পুনরায় নির্বাচন করছেন। বাকি তিন সহ-সভাপতি নতুন। তিন জনই পৃষ্ঠপোষক হিসেবে অ্যাথলেটিক্সে আসছেন। ওয়ালটন গ্রুপের এমডি গোলাম মোর্শেদও রয়েছেন সহ-সভাপতির তালিকায়। গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হারা চাঁদপুরের আবুল কালাম এবার সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন একক প্যানেলে।

জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের পক্ষে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ ক্রীড়াঙ্গনের স্বার্থে একক প্যানেলের সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২৮ পদের মধ্যে ১৬ টি পদ পেয়েছে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।