ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জাপানের কাছে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
জাপানের কাছে আর্জেন্টিনার হার

টোকিও: প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিয়েছে এশিয়ার দেশ জাপান। শুক্রবার তারা ১-০ গোলে হারিয়েছে মেসি, তেভেস আর হিগুয়েনদের।

জাপানের সাইতেমা স্টেডিয়ামে দেশটির হাজার হাজার দর্শক এসেছিলেন তারকাঠাসা লাতিন দেশ আর্জেন্টিনার ছন্দময় খেলা উপভোগ করতে। উল্টো জাপানের খেলা দেখে অবাক হতে হয়েছে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি অন্তর্বতীকালীন কোচ সার্জিও বাতিস্তাকে। প্রীতি ম্যাচ হলেও ম্যাচকে ঘিরে স্বাগতিক শিবির ছিলো বেশ উজ্জীবিত।

১৯ মিনিটে ফরোয়ার্ড শিনজি ওকাজাকির গোলে এগিয়ে যায় জাপান। পরে গোল দিতে মরিয়া হয়ে উঠে সফরকারী আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর মরিয়া হয়ে খেলেও জাপানের গোলমুখ খুলতে পারেননি মেসিরা। শেষপর্যন্ত মাথা নত করেই মাঠ ছাড়তে হয় বাতিস্তার শিষ্যদের।

ক্লাবের হয়ে একের পর এক গোল পাওয়া মেসি জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে নিশানা ভেদ করতে পারেননি। তবে কি নিন্দুকদের কথাই সত্য? ক্লাব বার্সেলোনায় মেসি যতটা প্রাণবন্ত। জাতীয় দলে ততটাই নিষ্প্রভ!

বাংলাদেশস সময়: ১৯৪০ ঘন্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad