ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

জাতীয় টেবিল টেনিসের ফাইনালে আনসার ও চট্টগ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
জাতীয় টেবিল টেনিসের ফাইনালে আনসার ও চট্টগ্রাম

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে পুরুষ ও নারী উভয় বিভাগেই ফাইনালে উঠেছে আনসার ও চট্টগ্রাম। পুরুষ ও নারীদের সেমিফাইনালে আনসারের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী আর চট্টগ্রামের প্রতিপক্ষ ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

চট্টগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে পুরুষ বিভাগের সেমিফাইনালে আনসার ৩-২ ব্যবধানে হারিয়েছে সেনাবাহিনীকে। আনসার প্রথমে দুই ম্যাচ জিতলেও সেনাবাহিনী পরে টানা দুটি ম্যাচ জিতে লড়াই জমিয়ে তোলে। প্রথম ম্যাচে আনসারের জাবেদ ৩-২ সেটে সাজিনকে ও মানস ৩-১ সেটে হাসিবকে হারান। এরপর সেনাবাহিনী লড়াইয়ে ফেরে হাসিব জুনিয়র ৩-১ সেটে সজীবকে এবং হাসিব সিনিয়র ৩-২ সেটে জাবেদকে হারালে। তবে ম্যাচ নির্ধারণী খেলায় মানস ৩-১ সেটে সাজিনকে হারিয়ে আনসারকে নিয়ে যান টুর্নামেন্টের ফাইনালে।

পুরুষদের অন্য সেমিফাইনালে আনসারের মতো কষ্ট করতে হয়নি চট্টগ্রামকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম। রামহিম ৩-০ সেটে আকাশকে, ইমন একই ব্যবধানে হিমেলকে এবং হৃদয় ৩-১ সেটে দেবকে হারিয়েছেন।

পুরুষদের মত নারী দলেও চট্টগ্রামের কাছে পাত্তা পায়নি বিমান। চট্টগ্রামের মেয়েরাও ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে।

সালেহা নাহিমাকে, ঐশী রানীকে এবং রেশমি আনিকাকে ৩-০ সেটে পরাজিত করেন।  

নারীদের আরেক সেমিফাইনালে আনসার ৩-১ ব্যবধানে হারিয়েছে সেনাবাহিনীকে। প্রথম দুই ম্যাচে মৌ ৩-০ সেটে আসমাকে ও সোমা একই ব্যবধানে রাহিমাকে পরাজিত করেন। তৃতীয় ম্যাচে সেনাবাহিনীর সিগমা ৩-১ সেটে হারিয়ে দেন তুশিকে। তবে চতুর্থ ম্যাচে মৌ ৩-০ সেটে রাহিমাকে হারালে আনসার জায়গা করে নেয় নারী দলগত ইভেন্টের ফাইনালে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।