ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বক্সার আল-আমিনের সাফল্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বক্সার আল-আমিনের সাফল্য

দেশের পেশাদার বক্সিংয়ে ইতিমধ্যে নিজেকে আলাদা করে চিনিয়েছেন বক্সার-আল আমিন। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন এই বক্সার।

সোমবার থাইল্যান্ডে অনুষ্ঠিত বহুজাতিক পেশাদার বক্সিং ইভেন্টে দাপুটে জয় পেয়েছেন তিনি।

‘ইভোল্যুশন ফাইট সিরিজ’ নামে ব্যাংককের সিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আল-আমিন হারান থাই বক্সার থাপানুত লুটেসিংটাউর্নকে। ‘সুপার ওয়াল্টার’ ক্যাটারগরিতে চার রাউন্ডের বক্সিংয়ে আল-আমিনের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি প্রতিপক্ষ থাই বক্সার। শুরু থেকে দাপট দেখিয়েই এই ম্যাচে জয় পান আল আমিন।

প্রথম রাউন্ডের আড়াই মিনিটের খেলায় কয়েকটি বাউটেই মঞ্চে লুঠিয়ে পড়েন থাই বক্সার তাপানাত। বেশ কয়েক মুহূর্ত পরে সেখান থেকে উঠে দাঁড়ালেও আর পরবর্তী রাউন্ডগুলোর খেলায় অংশ নেবেন না বলে জানান। তখন রেফারি বাংলাদেশি বক্সার আল-আমিনকে বিজয়ী ঘোষণা করেন। এর মধ্যে দিয়েই আন্তর্জাতিক কোনো ইভেন্টে দেশের বাইরে প্রথমবারের মতো বড় জয় পান আল-আমিন।

এর আগে ২০২২ সালে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক সাউথ এশিয়ান বক্সিং ফাইট নাইট টুর্নামেন্টেও জয় পেয়েছিলেন বাংলাদেশের বক্সার আল-আমিন। সে ইভেন্টে নেপালের বক্সারকে টেকনিক্যাল নক আউটে হারান বাংলাদেশ গেমসের স্বর্ণ জেতা এ বক্সার।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।