ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস

২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জহির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জহির

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের তারকা দৌড়বিদ জহির রায়হান। আগামীকাল (৪ আগস্ট) বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

 

জহির গত মাসে থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ২০০ মিটার সেমিফাইনালে উঠেছিলেন। ২১.৬৭ সেকেন্ড সময় নিয়ে সেমিতে উঠেছিলেন তিনি। ১৯ দিনের মাথায় জহির সেই টাইমিং নামিয়ে এনেছেন ২১.৩৪ সেকেন্ডে। আজ (বৃহস্পতিবার) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এ টাইমিং করে জহির রায়হান উঠেছেন ২০০ মিটারের সেমিফাইনালে।

চীনের অন্যতম শহর চেংদুতে গত ২৮ জুলাই শুরু হয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। যে গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন দুইজন। অন্যজন ১০০ মিটার হার্ডলসে তামান্না।

তামান্নার ইভেন্ট আগেই শেষ হয়েছে। তিনি হিটে ১৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে ৭ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।