ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ মাঝহার, দুই ইভেন্টে পুরস্কার পেলেন বাপ্পী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা ক্রীড়াবিদ মাঝহার, দুই ইভেন্টে পুরস্কার পেলেন বাপ্পী

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) এর আয়োজনে ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন-বিএসেজেএ স্পোর্টস কার্নিভাল- ২০২৩ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছছে।

এবারের ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন মাঝহারুল ইসলাম।

এছাড়া বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান বাপ্পী দুটি ইভেন্টে পুরস্কার পেয়েছেন। তিনি আর্চারিতে চ্যাম্পিয়ন ও ক্যারম দ্বৈতে রানার্সআপ হয়েছেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার ও বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার আতহার আলী খান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব।

৮টি ডিসিপ্লিনের ১৪টি ইভেন্টে ৫০ এর অধিক সদস্য এবারের কার্নিভালে অংশগ্রহণ করেন। আর্চারি, শ্যুটিং, কলব্রিজ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন প্রতিযোগিরা।  

প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপের জন্য ছিল ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারর্ফমেন্সের ভিত্তিতে সেরা খেলোয়াড় বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচন করা হয়।  

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সংবাদের পছনে যে মানুষগুলো ছুটে চলেন তারাই আজ পুরস্কার পাচ্ছেন। এটা সত্যিই আনন্দের। ক্রীড়াক্ষেত্রে তাদের অবদানে আমি সত্যিই খুশি। তারা খেলছে এটাও মুগ্ধ হলাম। ’ 

আতহার আলী খান বলেন, ‘শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয় আমরা চাই তাদেরকে মাঠেও দেখতে। তাদের জন্য চিয়ারআপ করতে। ’ 

এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন ,‘ওয়ালটন সব সময় খেলাধুলার সঙ্গে ছিল। সব সময় থাকবে। আজ বিএসজেএর স্পোর্টস কার্নিভালে সাংবাদকর্মীরা অংশ নিয়েছেন। তারাও সব সময় খেলাধুলার সঙ্গে ছিলেন, থাকবেনও। তারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। যারা অংশগ্রহণ করেছেন তাদের আগামী বছরের জন্য শুভকামনা। ’ 


বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।