ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আরও বেশি গোল করতে চান অর্পিতা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরও বেশি গোল করতে চান অর্পিতা

ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে দিনাজপুরের মেয়ে অর্পিতা পাল সবার্ধিক গোলদাতা হয়েছেন। ওমানের সালালাহ শহরে তিনি ৬ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।

এর মধ্যে তিনি ১৮টি ফিল্ডগোল এবং ২টি পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দশম শ্রেণির এ ছাত্রী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। চমৎকার ক্রীড়া নৈপুন্যে দেখিয়ে ৫টি হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে একটি ডাবল হ্যাটট্রিকও রয়েছে।

অর্পিতা পাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ৩টি, দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৬টি, তৃতীয় ম্যাচে ইরানের সঙ্গে ৩টি, চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানের সঙ্গে ১টি এবং পঞ্চম ম্যাচে হংকংয়ের সঙ্গে ৩টি গোল করেন। এছাড়া সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে করেন ৪টি গোল।

নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে অর্পিতা বলেন,  ‘আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বাধীক গোলদাতার পুরস্কার জেতা দারুণ এক অর্জন। অসারাধারন এক অনুভূতি। প্রত্যাশা ছিল গোল পাবো। তবে কখনো ভাবিনি এতো (২০) গোল করতে পারবো। ’

আগামীতে আরও ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন অর্পিতা। তিনি বলেন, ‘আগামীতে জাতীয় দলে টিকে থাকতে চাই। আরো বেশি বেশি গোল করতে চাই। দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।