ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে দেশের পতাকা থাকবে নিয়াজ-সাবিনার হাতে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এশিয়ান গেমসে দেশের পতাকা থাকবে নিয়াজ-সাবিনার হাতে

চীনের হাংজুতে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৩ সেপ্টেম্বর। সেখানে এশিয়ার প্রায় সকল দেশের নানা খেলার অ্যাথলেটদের সম্মিলন ঘটবে।

এবার এশিয়ান গেমসের মার্চপাস্টে জাতীয় পতাকা বহন করবেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

 এবার এশিয়ান গেমসে দাবা রয়েছে এবং বাংলাদেশও তাতে অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলে রয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। এই কন্টিনজেন্টের অন্যতম সিনিয়র ক্রীড়াবিদকে গেমসে বাংলাদেশের পতাকা বহনের সম্মান দিচ্ছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।  

এশিয়ান গেমসে বাংলাদেশ ১৮ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। সমান সংখ্যক ডিসিপ্লিনে অংশ নেবেন নারীরাও। নারী-পুরুষের সাম্যতা বিধানে এশিয়ান গেমসে নিয়াজের সঙ্গে পতাকা বহন করবেন সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।  

গত এশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত, পরে সমাপনীতে ছিলেন হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়ন। গেমসের মতো আসরগুলোতে পতাকাবহন একজন ক্রীড়াবিদের জন্য বিশেষ স্বীকৃতি ও সম্মাননা।  

বরাবরের মতোই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশের বিশাল এক বহর। এবারের সংখ্যাটা ২৭০। সরকারী খরচের এই বহরে ক্রীড়াবিদ ১৮০ জন। কোচ ও বিভিন্ন পদবি নিয়ে চীন যাবেন আরো ৯০ জন। যদিও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছে খেলোয়াড়-অফিসিয়াল মিলিয়ে ২৪০ জন গেমসে অংশ নেবে। এর বাইরেও বেশ কয়েকজন যাচ্ছেন এশিয়ান গেমসে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ১৪ ডিসিপ্লিনে। ফিরেছিল পদকশূন্য। এবার বাংলাদেশ দল পাঠাচ্ছে ১৭ ডিসিপ্লিনে। গেমসে ক্রিকেট ফেরায় পদকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। পুরুষ ও নারী-ক্রিকেটের দুই ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে।

হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিকস, বক্স্রিং, কারাতে, ভারোত্তোলন, দাবা, হকি, জিমন্যাস্টিকস, ফেন্সিং, ব্রিজ, সাঁতার, তায়কোয়ানদো, শ্যুটিং, কাবাডি (পুরুষ ও নারী), গলফ, ফুটবল (পুরুষ ও নারী), আরচারি, ক্রিকেট (পুরুষ ও নারী)।

সবচেয়ে বেশি ৪৪ ক্রীড়াবিদ ফুটবলে, ক্রিকেটে ৩০ জন এবং কাবাডিতে ২৪ জন। সবচেয়ে কম অ্যাথলেটিকসে। কেবলমাত্র দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন এশিয়ান গেমসে।

প্রথম দল হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর রাতে চীন রওয়ানা হবে পুরুষ ফুটবলাররা। এর পর পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা যাবেন। খেলা শেষ হওয়ার পর আবার ভীন্নভাবে দল ফিরে আসবে দেশে। ২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল (পুরুষ) দিয়ে মাঠের খেলা শুরু হয়ে যাবে ১৯ সেপ্টেম্বর। প্রথম দিনই বাংলাদেশ মাঠে নামবে। প্রতিপক্ষ মিয়ানমার।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।