ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সাংহাইয়ে মারে, জাপানে তানাসুগার্ন চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

সাংহাই: আবারো রজার ফেদেরারের বিপক্ষেই টাইটেল জিতলেন অ্যান্ডি মারে। রোববার সাংহাই ওপেনের ফাইনালে ৬-৩, ৬-২ গেমে সাবেক বিশ্ব সেরাকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতে নেন মারে।



শিরোপা জয়ের মধ্যদিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং চতুর্থ স্থানে চলে এসেছেন ২৩ বছর বয়সী এই স্কটিশ। শীর্ষে থাকা স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের পেছনে দ্বিতীয় অবস্থানে ফিরে গেছেন সুইস তারকা ফেদেরার।

এদিকে জাপানের কিমিকো দেত ক্রমকে হারিয়ে জাপান ওমেন্স ওপেন টেনিস টুর্নামেন্ট জিতে নিলেন থাইল্যান্ডের তামারিন তানাসুগার্ন।

চারবারের জাপান ওপেন চ্যাম্পিয়ন কিমিকোর বিপক্ষে ৭-৫, ৬-৭ (৪/৭), ৬-১ এ জয় পান ২০০১ এর রানারআপ ও ২০০৩ এ মারিয়া শারাপোভার সঙ্গে দ্বৈতে চ্যাম্পিয়ন থাই তারকা।

বাংলাদেশ সময়: ১৮৩১ঘন্টা,অক্টোবর ১৭, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।