ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়ায় শেষ সফর মুরালির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
অস্ট্রেলিয়ায় শেষ সফর মুরালির!

কলম্বো: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার একদিনের ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন! অবশ্য এখনই নয়, ২০১১ সালের বিশ্বকাপের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।



বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে রোববার দলের সঙ্গে অস্ট্রেলিয়া পৌঁছেছেন ৩৮ বছর বয়সী মুত্তিয়া মুরালিধরন। এই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ৩১ অক্টোবর থেকে শুরু হবে ম্যাচ।

সম্ভবত এটিই মুরালির শেষ সফর হতে যাচ্ছে অসিদের দেশে। ফক্স স্পোর্টসকে এমনই ইঙ্গিত দিলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি মুরালি। বলেন,“ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়ায় এটাই আমার শেষ সফর। আমি সত্যিই মুখিয়ে আছি খেলার জন্য। আশা করছি একটা ভালো সফর হবে এটি। ”

বললেন,“বিশ্বকাপের আগে শেষ খেলা হওয়ায় এটা তারই প্রস্তুতি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া সবসময়ই খুব শক্তিশালী দল। আবারো তাদের বিপক্ষে খেলাটা দারুন ব্যাপার। ”

ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে সেই জুনে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন ডানহাতি এই অফস্পিনার।

বাংলাদেশ সময়: ১৭৪৮ঘন্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।