ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
ফাইনালে আলকারাস

অলিম্পিকের ফাইনালে কোয়ালিফাই করেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাস। গড়েছেন দারুণ এক রেকর্ডও।

১৯৯৮ সালে অলিম্পিকে টেনিস ইভেন্ট আবার চালু হওয়ার পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে উঠেছেন টানা দুই গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।

রোলা গাঁরোতে আজ পুরুষ এককের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১, ৬-১ গেমে আলকারাস। মাত্র ৭৫ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই টেনিস তারকা। আগামী রোববার ফাইনালে নোভাক জোকোভিচ অথবা লরেনসো মুসেত্তির মুখোমুখি হবেন তিনি।

ম্যাচ জিতে আলকারাস জানান লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথা। তিনি বলেন, ‘বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল সোনা জয়। লক্ষ্য পূরণে এক ম্যাচ বাকি। ফাইনালে কাজটা করার পথে দশর্কদের সঙ্গে মজা করতে চাই। ’

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।