ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাসের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাসের

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাস।  

আজ সকালে ৭৪তম বাছাই নেদারল্যান্ডের বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন ২০০২২ সালের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই আলকারাস।

তার এমন বিদায় রীতিমতো চমকে দেওয়ার মতোই। কারণে আগের তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই মৌসুমেই তিনি জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ইউএস ওপেন জিতলেই এক মৌসুমে তিন গ্র্যান্ডস্ল্যাম জেতা তৃতীয় খেলোয়াড় হওয়ার কীর্তি গড়তে পারতেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।