ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার দাবাড়ুকেও হারালেন রানী হামিদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আর্জেন্টিনার দাবাড়ুকেও হারালেন রানী হামিদ

দাবা অলিম্পয়াডে বাংলাদেশের কিংবদন্তী দাবাড়ু রানী হামিদের জয়রথ চলছেই। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ডেই খেলেছেন রানী হামিদ।

সব ম্যাচেই জিতেছেন এই ৮২ বছরের দাবাড়ু। গতকাল নবম রাউন্ডের খেলায় আর্জেন্টিনার দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেনকে হারিয়েছেন। যদিও বাংলাদেশ দল জয় পায়নি তবে রানী হামিদ তার জয়ের ধারা ধরে রেখেছেন।

নবম রাউন্ডে বাংলাদেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গেমে হেরেছে। বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে রানী হামিদই কেবল জয় পেয়েছেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানী হামিদ।

গতকাল ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ - ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।