ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আত্মঘাতী গোলে হারল কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
আত্মঘাতী গোলে হারল কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের প্রথম ম্যাচে নেজমেহর আত্মঘাতী গোলে হেরেছে বসুন্ধরা কিংস। সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে যাত্রাটা শুভ হলো না কোচ ভ্যালিরিউ তিতার শিষ্যদের।

ম্যাচে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।

ভুটানের থিম্পুতে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পান নেজমেহ। কোরানি হাসানের শটে পেছনের ফরোয়ার্ডকে মাথা ছোঁয়াতে না দিয়ে হেডে নিজেই ক্লিয়ার করতে চেয়েছিলেন সাদ, সেই বল গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে জালে জড়ায়।
 
ম্যাচের শুরু থেকে নেজমেহ প্রাধান্য নিয়ে খেললেও সুযোগ তৈরি করেছিল কিংসও।   গোলরক্ষক জিকো নেজমেহর বিলাল সাব্বাগের শট ফিরিয়ে দেন শুরুতেই।   এরপর ফয়সাল আহমেদ সুযোগ পান কিংসকে এগিয়ে দেওয়ার।   কিন্তু তার শট গোললাইন থেকে ফিরিয়েছেন নেজমেহ ডিফেন্ডার।   থ্রোইনের পর বক্সের বাঁ দিকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন ফয়সাল।   কিন্তু গোললাইনে দাঁড়িয়ে যাওয়া ডিফেন্ডারদের লাইন পেরোতে পারেনি তার শট।   দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাথন ফার্নান্দেজের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।   পিছিয়ে পড়ার পর ভ্যালেরি গ্রাইশিনের শটও লক্ষ্যভ্রষ্ট।   ৮০ মিনিটের পর মিগেল ফিগেইরা নামলে খেলায় আরও ধার বেড়েছিল কিংসের।   কিন্তু সমতা ফেরানোর গোলটাই পাওয়া হয়নি ভ্যালেরিও তিতার দলের।

থিম্পুতে গ্রুপের অন্য দুই দলের খেলা এদিন ড্র হয়েছে।   অস্কার ব্রুজোনের ইস্টবেঙ্গলকে ২-২ গোলে রুখে দিয়েছে পারো এফসি।   কিংস ২৯ অক্টোবর পরের ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গলের।

বাংলাদেশ সময়: ২৩৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।