ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জলসিঁড়িতে শুরু হচ্ছে হাফ ম্যারাথন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
জলসিঁড়িতে শুরু হচ্ছে হাফ ম্যারাথন

বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে ম্যারাথন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ঢাকার অদূরে পুর্বাচলের নিকটবর্তী জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত হতে যাচ্ছে রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪।

স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষ ও দৌড়বিদদের নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

রানবাংলা হাফ ম্যারাথন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারের সেনা গৌরব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জলসিঁড়ি প্রকল্পের সৌন্দর্যবিস্তৃত ট্র্যাককে দেশের সৌখিন ও পেশাদার দৌড়বিদদের কাছে তুলে ধরতে এবং তরুণদের মানসিক অবসাদ ও মাদকাসক্তি প্রতিহত করতেই এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্তন ক্যান্সার প্রতিরোধে যে বৈশ্বিক প্রচারণা এবং প্রচেষ্টা চলছে সেটির সঙ্গেও একাত্মতা প্রকাশ ও সম্মান জানিয়েছে রানবাংলা।

৩০ নভেম্বর ভোর ৬টায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলে অংশ নেবেন প্রায় ‍দুই হাজার প্রতিযোগী। তিন ক্যাটাগরিতে ম্যারাথনে মোট পাঁচ লাখ টাকার প্রাইজমানি রয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আলাদা পুরস্কার।  

‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ ইভেন্টের মূল স্পন্সর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘জলসিঁড়ি আবাসন’ এবং এই হাফ ম্যারাথন ইভেন্টটি পাওয়ারড বাই তুরাগ একটিভ। ইভেন্টের গোল্ড স্পন্সর হিসাবে থাকছে ট্রাষ্ট ব্যাংক পিএলসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি এবং নির্মাণ সংস্থা ভেন্ট্রা ইন্টারন্যাশনাল।  

ইভেন্টের অন্যান্য সম্মানিত স্পন্সর হিসাবে রয়েছে আল-মুসাউইর কনস্ট্রাকশন, বার্জার, ইউনিমার্ট, সেনা কল্যান সংস্থা, লংকা বাংলা সিকিউরিটিজ, ইন্টেল এক্সিস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আর্মি ফার্মা, প্রাণ এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স।

ইভেন্টের সহযোগী হিসেবে অংশীদার হবে: স্ন্যাক্স পার্টনার- মিস্টার নুডলস, রিফ্রেশমেন্ট পার্টনার- টেস্টি ট্রিট, হাইড্রেশন পার্টনার- সেনা ড্রিংকিং ওয়াটার, মেডিক্যাল সাপোর্ট পার্টনার- আরিজ ফাউন্ডেশন, বেভারেজ পার্টনার- সানকুইক, আইসক্রিম পার্টনার- পোলার, রিচার্জ পার্টনার- বিএমটিএফ ইলেক্ট্রোলাইট ড্রিংক্স, ট্র্যাক ম্যানেজমেন্ট পার্টনার- রান বাংলাদেশ এবং কিট এক্সপো পার্টনার- গুলশান সোসাইটি। রেইসে কমিউনিটি পার্টনার হিসাবে থাকবে মিরপুর রানার্স এবং দৌড়ের পর রানারদের ফিজিওথেরাপি প্রদান করবে স্ট্রাইড ফিজিও। ইভেন্টে রানারদের জন্য বিভিন্ন সহযোগিতা নিয়ে থাকছে নেসলে বাংলাদেশ এবং হরলিক্স।   

‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ ইভেন্টটি বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাথে সমন্বয়কৃত একটি দৌড়ের অনুষ্ঠান। জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিতব্য এই হাফ ম্যারাথন, পৃথিবীতে ম্যারাথনের আন্তর্জাতিক সংস্থা- এ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসট্যান্স রেইসেস (এইমস) দ্বারা সার্টিফায়েড এবং এইমস-এর তালিকাভুক্ত একটি হাফ ম্যারাথন।  

‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জলসিঁড়ি আবাসনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি হিসাবে থাকবেন আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। বাংলাদেশের কিংবদন্তী ট্রায়াথলেট ইমতিয়াজ এলাহী, তুরাগ একটিভের ব্র্যান্ড এম্বাসেডর এবং প্রখ্যাত ট্রায়াথলেট শামসুজ্জামান আরাফাতও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  

এছাড়া আয়োজক রানবাংলা ইন্টারন্যাশনাল-এর সহ-প্রতিষ্ঠাতা জন বোকা, ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান, সম্মানিত স্পন্সর এবং সহযোগী প্রতিষ্ঠানসমুহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।