ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

একদিনের সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০
একদিনের সিরিজ ইংল্যান্ডের

লন্ডন: টানা তিন ম্যাচ হেরে ইংলিশদের কাছে আগেই ন্যাটওয়েস্ট সিরিজ খুইয়ে ছিলো অস্ট্রেলিয়া। তবে শেষ দুই ম্যাচ জিতে কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছে রিকি পন্টিংয়ের দল।



একদিনের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৪২ রানে জিতেছে অস্ট্রেলিয়া।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টিম পাইন ৫৪, শন মার্শ ৫৯ ও মাইকেল হাসির ৭৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৭৭ রান করে অসিরা। স্টুয়ার্ট ব্রড ৪টি ও গ্রায়েম সোয়ান ৩টি উইকেট নেন ।

জবাবে ব্যাট করতে নেমে অসি বোলিং তোপের মুখে ২১ বল হাতে রেখেই ২৩৫ রানে অল-আউট হয় স্বাগতিক ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন পল কলিংউড। ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজান তিনি। এছাড়া ৩৪ রান করেন টিম ব্রেসন্যান।

অসি পেসার শন টেইট ৪৮ রানে শিকার করেন চার উইকেট। আর স্টিভেন স্মিথ নেন ২টি। এছাড়া একটি করে উইকেট নেন বোলিঙ্গার, রায়ান হ্যারিস ও জেমস হোপস।

ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার শন টেইট আর সিরিজ সেরা ইংল্যান্ডের ইয়ন মর্গান।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।