ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বিশ্বকাপ ফুটবল খেলার কোয়াটার ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে পর শনিবার রাত ১০টায় ব্রাজিল সমর্থকরা মিছিল বের করলে দুইদলের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।



হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি বাসস্ট্যান্ড এলাকায় ব্রাজিল সমর্থকরা মিছিল বের করলে আর্জেন্টিনার সমর্থকরা বাঁধা দেয়। এতে দুইপরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত জামাল, মনছুর উদ্দিন , ইসলাম উদ্দিন, শফিক মিয়া ও জয়নাল আবেদীনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এছাড়া একই সময়ে হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায় সংঘর্ষে কমপে ৫ জন আহত হয়। উভয়পরে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময় ১০৩৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।