ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

উপভোগ্য সেমিফাইনালের অপেক্ষায় ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

জোহানেসবার্গ: কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে দলের খেলাটা ঠিক মন ভরাতে পারেনি স্ট্রাইকার আন্দ্রেস ইনিয়েস্তার। জার্মানির সঙ্গে সেমিফাইনাল ম্যাচটি উপভোগ্য হবে বলেই আশা করেন তিনি।



ইনিয়েস্তার বিশ্বাস কোচ জোয়াকিম লো’র দলের বিপক্ষে ঠিকই সেরা ফর্মে ফিরবে ‘লা রোজারা’। তবে জার্মানদের প্রশংসা না করে পারেননি ইনিয়েস্তা বলেন,‘‘জার্মানরা অসাধারণ খেলেছে। যেটা তাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। ’’

জার্মানদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করে তিনি বলেন,‘‘খেলায় দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বল দখলের লড়াই জমে উঠবে। দারুণ উপভোগ্য ম্যাচ হবে সেটা। ’’

প্যারাগুয়ের বিপক্ষে খেলোয়াড়রা চাপে ছিলো স্বীকার করেন স্পেন কোচ ভিনসেন্ত দেল বস্কও। তিনি বলেন,‘‘এটা ছিল খুবই কঠিন ম্যাচ। প্রতিপক্ষের কাছ থেকে এমনই আশা করছিলাম আমরা। ততটা স্বচ্ছন্দে খেলতে পারিনি। সেজন্য প্যারাগুয়েকে প্রশংসা করতেই হয়। ’’

জার্মানির বিপক্ষে জিততে সেরাটাই খেলতে হবে স্পেনকে। ফিরে আসছে ২০০৮ এর ইউরো ফাইনাল। সে ম্যাচে জার্মানিকে ১-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জেতে স্পেন।

দেল বস্ক ও সে প্রস্ততি নিচ্ছেন। তিনি বলেন,‘‘আজ আমরা খুব ভাল খেলতে পারিনি। কিন্তু আমি সন্তুষ্ট। জার্মানিসহ যেকোন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার যোগ্যতা আমাদের আছে। ’’

জার্মানি ও স্পেনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে বুধবার ডারবানের মোসেস মোভিদা স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।