ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

মার্টিনকে শাস্তি দিচ্ছে না ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

জোহানেসবার্গ : ফিফার ডিসিপ্লিনারি কোড নিয়ে সমালোচনা করার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি প্যারাগুয়ের কোচ গেরার্দো মার্টিনের বিরুদ্ধে।


খেলার ৪১ মিনিটে প্যরাগুয়ের নেলসন ভালদেসের গোলটি অফসাইড দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন মার্টিন।

ফলে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হলো এই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে আসা প্যারাগুয়েকে।


রেফারির ভুলের কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর কাছে ফিফার ক্ষমা চাওয়ার উদাহরণ টেনে মার্টিন দাবি করেন,“ফিফা আগামীকাল (রোববার) আমাদের কাছে ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে। ”


ফিফার বিরুদ্ধে এভাবে সমালোচনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই ধরা হয়। কিন্তু সংস্থার দফতরে লিখিত অভিযোগ না থাকায় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান পেকা অদ্রিসোল।


বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।