ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

স্পেন বন্দনা মিডিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
স্পেন বন্দনা মিডিয়ার

মাদ্রিদ: প্যারাগুয়েকে হারিয়ে স্পেন সেমিফাইনালে। জয়কে নানাভাবে আখ্যায়িত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।



প্রত্রিকাগুলো বড় বড় শিরোনাম দিয়ে জানিয়ে দিয়েছে দলের এই জয়ে তারা কতোটা উৎফুল্ল। দেশটির বিখ্যাত ক্রীড়া পত্রিকা এএসের শিরোনাম ‘রক্ত, ঘাম এবং জয়’। আর এল পেরিওদিকো বলেছে, ‘দিস টাইম ইয়েস’।

‘শাপমোচন হলো স্পেনের’ শিরোনাম করেছে দৈনিক মার্কা। আর জার্মান প্রত্রিকা পাবলিকো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিলো স্পেনকে। তাদের শিরোনাম ‘লেটস গো’।  

প্রশংসা তো ছিলোই। তবে বেশি মাতামাতি হয়েছে ভিয়া আর ইকার ক্যাসিয়াসকে নিয়ে। কারণ ভিয়ার স্কোর আর ক্যাসিয়াস পেনাল্টি ঠেকিয়ে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করেছিলেন। এজন্য শীর্ষ দৈনিক এল পাইস বলেছে, ‘ভিয়া আর ক্যাসিয়াসে ভর করে শিরোপার কাছে এগিয়ে গেলো স্পেন’।

‘ভিয়া ইতিহাস তৈরি করলেন’ এই শিরোনামে টুর্নামেন্টে সবেচেয়ে বেশি পাঁচ গোল করা ভিয়ার প্রশংসা করেছে এল মুন্দো পত্রিকা।

তবে দেশটির প্রত্রিকাগুলোর স্পেন বন্দনার মূল লক্ষ্য শিরোপা অর্জন। তাই দৈনিক এবিসি আশাবাদি হয়ে লিখেছে, ‘শিরোপা থেকে একধাপ দূরে’।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।