ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

উইম্বলডনে নাদালের দ্বিতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
উইম্বলডনে নাদালের দ্বিতীয় শিরোপা

লন্ডন: চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন একক শিরোপা জিতে নিলেন র‌্যাঙ্কিংসেরা স্পেনের রাফায়েল নাদাল।
 
রোববার ফাইনালে নাদাল ৬-৩, ৭-৫ ও ৬-৪ গেমে পরাজিত করেন টুর্নামেন্টে চমক দেখানো ১২তম বাছাই বার্দিচকে।



২৪ বছরের এই চেক তারকা কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই ও টুর্নামেন্টে ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে এবং সেমিফাইনালে তৃতীয় সেরা নোভাক দকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠেন।

সেন্টার কোর্টে দুই ঘন্টা ১৩ মিনিটের লড়াইয়ে বার্দিচকে হারিয়ে অষ্টম গ্র্যান্ড স্লাম জিতে নেন উইম্বলডনে টানা ১৪ ম্যাচে অপরাজিত নাদাল।

কে কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিশ তারকা গত মাসেই কোন সেট না হেরে ফ্রেঞ্চ ওপেন শিরোপা ঘরে তোলেন। ২৪ বছরের এই টেনিস খেলোয়াড় রোঁল্যা গ্যাঁরোতে পাঁচবার শিরোপা জেতেন। অপর গ্র্যান্ড স্লামটি  এসেছে অস্ট্রেলিয়ান ওপেন থেকে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘন্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।