ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

দুঙ্গার জায়গায় আসতে আগ্রহী নন স্কলারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

জোহানেসবার্গ: দ্বিতীয় বারের মত ব্রাজিলের কোচ হওয়ার পরিকল্পনা আপাতত নেই লুই ফেলিপ স্কলারির। যদিও স্বদেশের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না ২০০২ এর বিশ্বকাপ জয়ী এই কোচ।


বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ায় ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা এরই মধ্যে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই গুজব ছড়িয়ে পড়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নতুন কোচ খুঁজছে।


আগামী দুই বছর ব্রাজিলের পালমেইরাস কাবের সঙ্গেই থাকতে চান স্কলারি। দক্ষিণ আফ্রিকায় ব্রাজিলিয়ান রেডিও এলডোরাডোকে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান তিনি।


সফল এই ব্রাজিল কোচ খুব বেশি দিন কোচের দায়িত্ব পালনে আগ্রহী নন। আগামী বিশ্বকাপেই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন,“ ব্রাজিল বিশ্বকাপে কোনো জাতীয় দলের কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের সমাপ্তি টানাটা দারুণ ব্যাপার হবে। ”


বাংলাদেশ সময়: ২২১১ ঘন্টা, ৪ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad