ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নাইজেরিয়া ফুটবল দল মুক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
নাইজেরিয়া ফুটবল দল মুক্ত

আবুজা: ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জাতীয় ফুটবল দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়া সরকার। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দিয়েছিলো ফিফা।

 

রাষ্ট্রপতি গুডলাক জনাথনের মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বকাপে দুর্বল পারফরমেন্সের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতীয় ফুটবল দলকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন দেশটির রাষ্ট্রপতি। গত বুধবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরই ফুটবল বিশ্বে সমালোচিত হয় নাইজেরিয়া।

ফুটবলে সরকারের হস্তক্ষেপ মেনে নেয়নি ফিফা। উল্টো নাইজেরিয়াকে সাফ জানিয়ে দেয় ৪৮ ঘন্টার মধ্যে সরকার তার অবস্থান থেকে সরে না এলে ফিফা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

এরপরেও সোমবার সকাল পর্যন্ত দেশটির ক্রীড়ামন্ত্রণালয়ের মুখপাত্র টনি ওহাইরি সরকারের সাফাই গান। বলেন,“ফুটবলের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ”

এরপর ফিফা হুংকার দিলে নড়েচড়ে বসে নাইজেরিয়া সরকার। দিনের শেষমুহূর্তে নিজেদের অবস্থান থেকে সরে আসে তারা।

ফুটবল সাপোর্টার্স কাবের সদস্য কায়দে আজিবোগান মনে করেন জাতীয় স্বার্থে আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় দল দুই বছর নিষিদ্ধ থাকলে ভালো বৈ খারাপ হবে না।

বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad