আশুলিয়া (সাভার): খেলোয়াড় গড়ার কারখানা হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সাকিব-মুশফিকদের মতো খেলোয়াড় হওয়ার স্বপ্নে যারা বিভোর, তাদের জন্য অপেক্ষা করছে বিকেএসপি।
আগামী ১২ জানুয়ারি ঢাকা বিভাগে প্রাথমিক বাছাই হবে। বয়স হতে হবে ১২-১৩ বছর। ক্রিকেটের জন্য ছেলেদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ১ ইঞ্চি। মেয়েদের ৪ ফুট ১০ ইঞ্চি। ভর্তির শ্রেণি সপ্তম।
টেনিসের ক্ষেত্রে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হবে। সেক্ষেত্রে বয়স ১০-১২ বছর। ক্রিকেট ও টেনিস ছাড়াও থাকছে আরচ্যারি ও অ্যাথলেটিক্স বিভাগে ভর্তির সুযোগ।
রাজশাহী ও রংপুরে প্রাথমিক বাছাই হবে ১৩ জানুয়ারি। চট্টগ্রাম ও সিলেটে হবে চলতি মাসের ১৪ তারিখে। বরিশাল ও খুলনায় ১৫ তারিখ। সংশিষ্ট বিভাগের বিকেএসপি মাঠে সব বিভাগের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হবে সকাল সাড়ে ৮টায়।
প্রাথমিক বাছাইয়ের দিন আবেদন ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ওইদিন শারীরিক পরীক্ষা বা ফিটনেস টেস্ট নেওয়া হবে। নিজ নিজ খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও দিতে হবে।
প্রাথমিক বাছাইয়ের দিন দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। কেবল প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সর্বশেষ অধ্যয়নরত শ্রেণির সিলেবাস অনুযায়ী নিজ নিজ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের উপর পরীক্ষা নেওয়া হবে।
একই সঙ্গে ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মেডিক্যাল টেস্টের মুখোমুখি হতে হবে।
জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদের মূল কপিও সঙ্গে আনতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে এসব নম্বরে- ০১৭১২০০৭০৩৮, ০১৭১৩২৪৬০৪০ এবং ৭৭৮৯২১৫।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫