ঢাকা: বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০১৫ সালের প্রথম ফিফা র্যাংকিং। সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিংয়ে গত বছরের থেকে তেমন কোনো পরিবর্তন আসে নি।
সর্বশেষ প্রকাশিত এ তালিকার শীর্ষেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ১৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে জোয়াকিম লো’র ছাত্ররা। তাদের পরের অবস্থানটি ধরে রেখেছে বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা। লিওনেল মেসিদের অর্জিত রেটিং পয়েন্ট ১৫৩৮।
তিন নম্বরে থাকা কলম্বিয়া নিজেদের অবস্থার পরিবর্তন না ঘটিয়ে অর্জন করেছে ১৪৫০ রেটিং পয়েন্ট। শীর্ষ পাঁচে রয়েছে নেদারল্যান্ডস। ডাচরা পাঁচ নম্বরে থেকে অর্জন করেছে ১৩৭৪ রেটিং পয়েন্ট। আর ডাচদের উপরে চার নম্বরে থাকা বেলজিয়ামের সংগ্রহ ১৪১৭ পয়েন্ট।
গত বিশ্বকাপের আয়োজক ব্রাজিল এ তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে। নেইমারের দলের সংগৃহীত পয়েন্ট ১৩১৬। নেইমারদের পরের স্থানটি ধরে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পর্তুগিজরা শীর্ষ সাতে থাকতে অর্জন করেছে ১১৬০ পয়েন্ট। রোনালদোদের সমান রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ফ্রান্স।
এদিকে দশ নম্বরে জায়গা পেয়েছে লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ে। তাদের অর্জিত রেটিং পয়েন্ট ১১৩৫। উরুগুয়ের ঠিক উপরে জায়গা পেয়েছে স্পেন। নয় নম্বর জায়গাটি ধরে রাখতে স্প্যানিসদের পয়েন্ট ১১৪২।
এদিকে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। লাল-সবুজদের অর্জিত রেটিং পয়েন্ট ১০৩। মামুনুল ইসলামের দলটি রয়েছে এ তালিকার ১৬৫তম স্থানে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৫