ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বছরের প্রথম শিরোপা জিতলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বছরের প্রথম শিরোপা জিতলেন শারাপোভা মারিয়া শারাপোভা / ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের ফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। চলতি মৌসুমের প্রথম এবং নিজের ৩৪তম শিরোপা জয় করলেন রাশিয়ান এ টেনিস তারকা।



মেয়েদের ফাইনালে ইভানোভিচকে ৬-৭(৪), ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন শারাপোভা।

প্রথম সেটে ৬-৭ গেমে হেরে বসেন আসরের প্রথম থেকে অপ্রতিরোধ্য শারাপোভা। তবে, দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে পরের সেটেও একই ব্যবধানে জিতে কোর্ট ছাড়েন শারাপোভা।

ম্যাচ শেষে শারাপোভা বলেন, আমি এ আসরে চারটি ম্যাচ খেলেছি চারজন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। তারা অসাধারণ খেলেছে। এখন আমি এ টুর্নামেন্টটি জিতে দুই নম্বর র‌্যাংকিংয়ে রয়েছি। পরেরবার আমি এক নম্বরে থাকতে চাই।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।