ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি-২০১৫’র খেলার অংশগ্রহণকারী ঢাকার ২১টি স্কুলকে রোববার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
ক্রিড়া সামগ্রী ছাড়াও অনুষ্ঠানে বাছাইকৃত ৪৬ জনের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
স্কুল হকির এবারের আসরের জন্য দুই কোটি টাকাও দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। ১২০টি দল নিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে এবারের স্কুল হকির ঢাকার আসর। ৩১শে জানুয়ারি রাজশাহী, চট্টগ্রাম ও ফরিদপুর ভেন্যুতে আঞ্চলিক পর্বের খেলা শুরু হবে।
মোট ১১টি ভেন্যুতে ৩২ দলকে চারটি গ্রুপে ভাগ করে হবে চূড়ান্ত পর্ব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, হেড অব মার্কেটিং এন্ড ডেভলপমেন্ট জনাব আযম খান, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব খাজা রহমতউল্লাহ, যুগ্ম সম্পাদক জনাব আনভীর আদেল খান এবং জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক জনাব আ.ন.ম. মামুন উর রশিদ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫