ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
রিয়ালে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান সিলভা লুকাস সিলভা

ঢাকা: নরওয়ের তরুণ মিডফিল্ডার মার্টিন ওদেগার্দের পর এবার ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস সিলভাকে দলে নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লুকাসের সঙ্গে ছয় মাসের চুক্তি সম্পন্ন করেছে রিয়াল।

এখন শুধু অফিসিয়ালি ঘোষণা দেওয়া বাকি।

এর আগে ২১ বছর বয়সী সিলভাকে দলে নিতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে, শেষ পর্যন্ত রিয়ালের কাছে হার মানলো গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গার। উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে ক্রুজেইরোর ডিফেন্সিভ এ মিডফিল্ডারকে দলে আনার চেষ্টা চালিয়ে আসছিল লস ব্লাঙ্কসরা। মূলত, জাবি আলোনসো রিয়াল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই রিয়ালের ডিফেন্সিভ মিডফিল্ডারের প্রয়োজনীয়তা বেড়ে যায়।

ক্রুজেইরো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মার্সিও রদ্রিগেজ বলেন, ‘রিয়ালের সঙ্গে আমরা একটা মতৈক্যে পৌঁছেছি। শ্রীঘ্রই তা অফিসিয়ালি ঘোষণা করা হবে। ’ উল্লেখ্য, সিলভার আবির্ভাবের ফলে রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার আসিয়ের ইলারামেন্ডি অ্যাতলেতিক বিলবাওতে যোগ দিতে পারেন।

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব ক্রুজেইরোতে সিলভার উত্থান ঘটে। এ ক্লাবেই তার বেড়ে উঠা। ক্রুজেইরোর হয়ে ৫৮ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এ ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও ব্রাজিলের অনূর্ধ্ব-২১ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সিলভা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।