ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ঘানা জয় পেলেও ড্র করেছে সেনেগাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
ঘানা জয় পেলেও ড্র করেছে সেনেগাল সংগৃহীত

ঢাকা: আফ্রিকা কাপ অব নেশনসে জয় পেয়েছে ঘানা। তবে, দিনের অপর ম্যাচে দ. আফ্রিকার বিপক্ষে ড্র করেছে সেনেগাল।

আলজেরিয়াকে শেষ মুহূর্তের গোলে হারায় ঘানা আর ১-১ গোলে সমতা রেখে মাঠ ছাড়ে দ. আফ্রিকা-সেনেগাল।

গ্রুপ ‘সি’র ম্যাচে প্রথম থেকেই ঘানা আর আলজেরিয়া গোলের দেখা পায়নি। প্রথমার্ধ গোলশুন্য নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন ঘানার অধিনায়ক আসামোয়া ঘিয়ান। তার একমাত্র গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

এদিকে, একই গ্রুপের অন্য ম্যাচে প্রথমে গোল করে লিড নেয় দ. আফ্রিকা। তবে, এ ম্যাচেও প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৪৭তম মিনিটে মানাইসার গোল এগিয়ে যায় দ. আফ্রিকা। তাকে গোল করতে সহায়তা করেন আরেক তারকা কঙ্গোকা।

ম্যাচের ৬০তম মিনিটে সমতায় ফেরে সেনেগাল। দিপোর অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোলটি করেন এমবোদজি। ম্যাচের বাকি সময়ে আর কোন দল গোল আদায় করে নিতে পারেনি।

গ্রুপ ‘সি’তে দুই ম্যাচ খেলে সেনেগাল সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। একই সংখ্যক ম্যাচ খেলে আলজেরিয়া ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। আর ঘানা তিন পয়েন্ট নিয়ে আলজেরিয়ার থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। পয়েন্ট টেবিলের নিচে রয়েছে এক পয়েন্ট পাওয়া দ. আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।